Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd জানুয়ারি ২০২২

ভিশন ও মিশন

  • একটি সমন্বিত ভূমি ব্যবস্থাপনার জন্য “ ভূমি ব্যবস্থাপনা অটোমেশন” নামক সফটওয়্যার প্রয়োগের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল কাজে গতিশীলতা ও স্বচ্ছতা বৃদ্ধি করা:
  • একটি inter operable ভূমি উপাত্তভান্ডার (ডাটাবেইজ) তৈরি করা।
  • ভূমি প্রশাসনের সাথে জড়িত সংশ্লিষ্ট সকল জনবলকে আধুনিক ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সুদক্ষ করে তোলা।
  • অনলাইনে অফিস ব্যবস্থাপনা ও ইলেকট্রনিক রাজস্ব আদালত ব্যবস্থাপনা গড়ে তোলা।
  • ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় সেবা সহজে নাগরিকদের কাছে পৌঁছানো ও আধুনিকীকরণ এবং এ সিস্টেমের সাথে সরকারের অন্যান্য সেবাকে synchronization করা।
  • ভূমি ব্যবস্থাপনার সহিত সংশ্লিষ্ট সকল ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস, জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি সংক্রান্ত সর্বমোট ৫২৪৭ টি অফিসে অটোমেশন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একসাথে অনলাইন ও ইলেকট্রিক ভূমি সেবা চালু করা।
  • দেশের সমস্ত ভূমির সকল শ্রেণীর তথ্য ভান্ডার তৈরী করা।
  • ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত সেবা যথা: রেকর্ড সংশোধন/রেকর্ড হালনাগাদকরণ (সমন্বিত প্রক্রিয়ায় নামজারি, জমাভাগ ও জমা একত্রিকরণ) রেকট সার্টিফিকেট মামলা: ভূমি অধিগ্রহণ , খাসজমি বন্দোবস্ত ( কৃষি –অকৃষি জমি , চা বাগানের মেয়াদি লিজ), সায়রাতমহাল , অর্পিত সম্পত্তি , ওয়াকফ,  দেবাত্তর ও অনান্য সম্পত্তি ব্যবস্থাপনা সরকার পক্ষীয় দেওয়ানি মামলার তথ্য ব্যবস্থাপনা ডিজিটালাইজড এর মাধ্যমে সহজে নাগরিকদের কাছে পৌছোনো ও আধুনিকীকরণ এবং সিস্টেমের সাথে সরকারের অন্যান্য সেবাকে সমন্বিত করা।