Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ এপ্রিল ২০২৩

সচিব

মোঃ খলিলুর রহমান 
সচিব
ভূমি মন্ত্রণালয়

 

জনাব মোঃ খলিলুর রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি সহকারী কমিশনার হিসেবে ২৫ এপ্রিল ১৯৯৪ সালে জেলা প্রশাসকের কার্যালয়, চুয়াডাঙ্গায় তাঁর কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ-এ দায়িত্ব পালন করেন। এরপর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ময়মনসিংহ সদরে কাজ করেছেন। তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নওগাঁ জেলার বদলগাছি এবং গাজীপুরের কালিগঞ্জে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি সিনিয়র সহকারী সচিব ও উপসচিব হিসেবে স্থানীয় সরকার বিভাগে কাজ করেছেন। মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ জেলা প্রশাসক হিসেবে তিনি নাটোর ও ময়মনসিংহ জেলায় অত্যন্ত কৃতিত্বের সাথে কাজ করেছেন। পরবর্তীতে তিনি যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি যথাক্রমে বিভাগীয় কমিশনার, সিলেট এবং বিভাগীয় কমিশনার, ঢাকা হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। 

মাঠপ্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বসমূহ পালনকালে তিনি Urban Development, Sustainable Environment, Public Procurement Management, Field Administration, Universal Health Coverage প্রভৃতি বিষয়ে দেশের অভ্যন্তরে এবং জার্মানি, ভারত, ইতালি, ইউএসএ এবং অস্ট্রেলিয়াসহ নানা দেশে বিভিন্ন সনামধন্য প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণ করেন।

গত ২৯/০৩/২০২৩ তারিখ তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব, ভূমি মন্ত্রণালয় হিসেবে পদোন্নতি লাভ করেন।

জনাব মোঃ খলিলুর রহমান ১৯৬৫ সালের ২৫ নভেম্বর গাইবান্ধা জেলার সদরে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং গাইবান্ধা সরকারি কলেজ হতে যথাক্রমে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় কৃতিত্বের সাথে প্রথম বিভাগে পাশ করেন। এরপর তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে বিএসসি অনার্স এবং মাস্টার্স উভয়ই প্রথম শ্রেণিতে সম্পন্ন করেন। শিক্ষাজীবন শেষে তাঁর বেশকিছু গবেষণাপত্র বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনডিপি) হতে ‘প্রকল্প পরিকল্পনা, উন্নয়ন এবং ব্যবস্থাপনা’ বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেছেন। পারিবারিক জীবনে তিনি বিবাহিত এবং একজন কন্যাসন্তানের গর্বিত পিতা।